নলছিটি সাংবাদিক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে । কমিটিতে নলছিটির প্রবীণ সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনিরকে সভাপতি ও ইঞ্জি. গোলাম মাওলা শান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার বিকেলে নলছিটি হাসপাতাল সড়কস্থ সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাংবাদিক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সি. সহ-সভাপতি বিন-ই-আমিন,সহ-সভাপতি মোঃ শাহ আলম বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,কোষাধ্যক্ষ এস আর সোহেল,দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম শাকিল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ বশির হাওলাদার,প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা,নির্বাহী সদস্য-মোঃ দেলোয়ার হোসেন,মোঃ মাইনউদ্দিন খান,মোঃ সাইদুল মোল্লা,মোঃ আবু সালেহ ও মোঃ জসিম উদ্দিন গিয়াস।
২১ ফেব্রুয়ারী ওই কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। প্রসঙ্গত,গত ৮ফেব্রুয়ারী সাংবাদিকদের এক সভায় সাংবাদিক সমিতি নামে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। পরবর্তীতে আহবায়ক কমিটি গঠনপূর্বক গঠনতন্ত্র অনুমোদন করে স্বল্প সময়ের মধ্যে এ পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর