নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ ধরার সময় হাতেনাতে আটক দুই জেলেকে ১বছর করে স্বশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৪৩) এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মৃত মান্নান তালুকদারের ছেলে মনির তালুকদার (২৫)।
জানা গেছে, সোমবার সকালে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ওই দুই জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে ৪(ক) ধারায় প্রত্যেকে ১বছর করে স্বশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে,অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার ও নলছিটি থানার এএসআই মিজানের নেতৃত্বে একটি বিশেষ টিম। জব্দকৃত অবৈধ ৩ হাজার মিটার কারেন্ট জাল উপজেলা মৎস্য অফিসের সামনে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অপরদিকে উদ্ধার হওয়া ৩ কেজি মা ইলিশ এতিম খানায় প্রদান করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর