৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

নলছিটিতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৮ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০১৭

ঝালকাঠি নলছিটিতে তিনশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামকে (২৭) আটক করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার পুরাতন কুলকাঠি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত সিরাজুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউড়ি গ্রামের আনসার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পুরাতন কুলকাঠি ইউনিয়ন পরিষদ রোডের সত্তার মল্লিকের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে তিনশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই এস.এম শামীম জানান, সিরাজুল ইসলাম ঝালকাঠির পোনাবালিয়া থেকে ইয়াবার চালান এনে নলছিটির বিভিন্ন এলাকায় বিক্রি করত।

ইয়াবাসহ হাতেনাতে আটককের পর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

 

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন