৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নলছিটিতে ৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১০ অপরাহ্ণ, ২৯ আগস্ট ২০১৭

ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে সাড়ে ৪ শত পিস ইয়াবা ট্যাবেলটসহ এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃকত মোর্শেদ আলম পরশ (৩০), ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের দাড়িয়াপুর এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান।

তিনি আরও জানান, পরশ মূলত ঢাকায় ফার্মেসি ব্যবসার আড়ালে এ ধরণের কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।

 

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন