৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

সোনালী ব্যাংক থেকে জাল টাকা!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৮ অপরাহ্ণ, ০৭ নভেম্বর ২০১৬

ঝালকাঠি: নলছিটি শহরের সোনালী ব্যাংক শাখা থেকে গ্রাহককে এক হাজার টাকার একটি জাল টাকার নোট সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে ব্যাংকের ব্যবস্থাপক জাল টাকাটি ফেরত নিয়ে ওই গ্রাককে এক হাজার টাকার আরেকটি নোট দেন।

জানা যায়, শহরের কলবাড়ি এলাকার গাছ ব্যবসায়ী মো. কবির হোসেন সোনালী ব্যাংকের নলছিটি শাখা থেকে গত ২ নভেম্বর নিজের ব্যবহৃত ১৪৭৬০ নম্বর হিসাব থেকে চেকের মাধ্যমে এক লাখ টাকা উত্তোলন করেন। টাকাগুলো তিনি ওই অবস্থায় বাসায় নিয়ে রাখেন।

সোমবার দুপুরে তিনি পূবালী ব্যাংক নলছিটি শাখায় অন্য একটি হিসাবে এক লাখ টাকার ওই বান্ডিলটি জমা দেন। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ  টাকাগুলো যাচাই বাছাই করার সময় একটি এক হাজার টাকার নোট জাল দেখতে পান। জাল নোটটি তারা কবির হোসেনকে ফেরত দিলে কবির হোসেন পুরো বান্ডিলটি নিয়ে সোনালী ব্যাংকে আসেন।

তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জাল টাকা সরবরাহের অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. কেফায়েত উল্লাহ জাল এক হাজার টাকার নোটটি ওই গ্রাহকের কাছ থেকে ফেরত নেন। বিনিময়ে নতুন একটি এক হাজার টাকার নোট তাকে দেওয়া হয়।

গাছ ব্যবসায়ী কবির হোসেন বলেন, “আমি গাছের ব্যবসা করি। প্রায়ই সোনালী ব্যাংক নলছিটি শাখা থেকে টাকা লেনদেন করি। বুধবার এক লাখ টাকার বান্ডিলের মধ্যে একটি জাল টাকা ঢুকিয়ে আমাকে দেওয়া হয়। আমি ওই অবস্থায় টাকাগুলো পূবালী ব্যাংকে জমা দিলে জাল নোটটি ধরা পড়ে।”

ব্যাংক ব্যবস্থাপক মো. কেফায়েত উল্লাহ বলেন, “ভিড়ের মধ্যে হয়তো ভুল হতে পারে। এটার সমাধান হয়ে গেছে। গ্রাহককে টাকাটি পরিবর্তন করে দেওয়া হয়েছে।” জাল টাকাটি আসলো কোথা থেকে এসেছে?- এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন