আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বুধবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ চালিয়েছেন। নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের গাঁওখালী বাজার, কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজার ও দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী বাজারে দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্রসহ লিফলেট বিতরণ করেন এবং কয়েকটি পথসভায় সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র জনসাধারণের সামনে তুলে ধরেন।
এ সময় শ ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কোনও দুর্নীতিবাজকে মনোনয়ন দেবেন না।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আগামী নির্বাচনে সংসদ নির্বাচিত হলে পিরোজপুরকে দুর্নীতিমুক্ত করতে উদ্যোগ নেবেন।
এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সহসভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুখরঞ্জন বেপারী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, সহ-সভাপতি কবির হোসেন বাহাদুর, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর