মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনকে সরকারি কাজে বাঁধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদের সম্মুখে মঠবাড়িয়া ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,কর্মচারীগণ অংশ নেন।
মানববন্ধন শেষে সদর ও পৌর ভূমি সহকারী কর্মকর্তা গোবিন্দ সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাপলেজা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের নাজির সুমন কৃষ্ণ বড়াল, বেতমোর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (১১ জানুয়ারি) নাজিরপুর উপজেলার মাটি ভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকারি কাজ তদারকি করতে গিয়ে হামলার শিকার হন।’
পিরোজপুর, বিভাগের খবর