বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৩৩ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০১৬
কানাডা ও যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে খুব স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করেন। তবে সময় দিয়েছেন পরিবারের সদস্যদের। না দিয়ে কি উপায় আছে? ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের মেয়ে আজলিয়ার কচি মুখখানাকে তিনি কি এড়িয়ে যেতে পারতেন?
তাই তো লন্ডনে অবস্থানকালীন প্রায় পুরোটা সময়ই আজালিয়াকে কোলে রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজলিয়াকে কোলে নিয়েই নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে আজলিয়া প্রধানমন্ত্রীর কোলে খেলেছে। দু’জনের মধ্যে বেশ ভাবও জমে গিয়েছিল। নানীকে চিনতে খুব একটা সময় লাগেনি আজলিয়ার।
প্রধানমন্ত্রীর সাথে টিউলিপ কন্যার এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। এর আগে মে মাসে প্রধানমন্ত্রী লন্ডন সফরকালে নবজাতক আজলিয়াকে দেখে গিয়েছিলেন। দীর্ঘদিন পর দেখা হলেও আজলিয়া কিন্তু ঠিকই আপন করে নিয়েছিলেন নানীকে।