১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নায়িকাকে বিয়ে করে আলোচনায় আসা সেই প্রযোজক গ্রেপ্তার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

নায়িকাকে বিয়ে করে আলোচনায় আসা সেই প্রযোজক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নায়িকাকে বিয়ে করে খবরের শিরোনাম হয়েছিলেন তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর। এবার অন্য কারণে খবরের শিরোনাম হয়েছেন চন্দ্রশেখর। প্রায় ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তামিল চলচ্চিত্র জগতে চন্দ্রশেখরের বেশ নামডাক রয়েছে। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা তৈরি হয়েছে। চলতি বছরেই তিনি তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে বিয়ে করেন। তা নিয়ে বেশ চর্চা হয়েছিল।

কারণ দুজনের শারীরিক গঠনে বিপুল পার্থক্য। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশের পর ‘মোটা বরের সুন্দরী বউ’, ‘টাকার জন্য অভিনেত্রী বিয়ে করেছেন’, এমন কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২০২০ সালে পৌরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ পেয়েছিল চন্দ্রশেখরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, এই টাকা নেওয়ার পর চন্দ্রশেখরের সংস্থা কাজ শুরু করেনি। আবার টাকা ফিরিয়েও দেয়নি। তাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। আর তামিল সিনেমার প্রযোজককে গ্রেপ্তার করা হয়েছে।

44 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন