৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নারীকে বাদ দিয়ে রাষ্ট্র উন্নয়ন সম্ভব নয়- মো. গাউস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৩ অপরাহ্ণ, ০৮ মার্চ ২০১৭

এবারের প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বরিশালে নানা অয়োজনে উদ্যাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বুধবার বেলা ১০ টা থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ পৃথক কর্মসূচির আয়োজন করে দিবসটি উপলক্ষে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা ক্যাম্পাসে ভিক্টিম সার্পোট সেন্টারে আলোচনা সভার পর নগর পুলিশের কশিনার এসএম রুহুল আমীনের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার হলের অনুষ্ঠানে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার  মো. গাউস।

প্রধান অতিথি বলেন- কাজের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং বৈষম্য কমে আসছে। সবার সচেতনতার মধ্যদিয়ে এই বৈষম্য কমিয়ে আনা সম্ভব। রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতিতে নারীকে বাদ দিয়ে করা সম্ভব নয় বলেই নারীর প্রতি সহিংসতা বা বৈষম্য না করার আহবান করেন তিনি।’’

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতামূলক উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে কর্মসূচিতে।’’

30 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন