নাশকতা মামলায় বরগুনা জেলা ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানায়, চলতি বছর পুলিশের করা একটি নাশকতা মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ। তিনি বলেন, নাশকতা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
বরগুনা, বিভাগের খবর