৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

নিউ লাইফ পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৬ অপরাহ্ণ, ২৫ ডিসেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক::: মাদকবিরোধী সংগঠন নিউ লাইফ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর মুক্তিযুদ্ধা পার্কে তিন শতাধিক পথশিশু ও দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশাল জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সহ-সভাপতি কাজি আল মামুন ও টেলিভিশন মিডিয়ার সভাপতি হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যেকোনো মানুষের শীতবস্ত্র প্রয়োজন হলে আমাকে অবহিত করবেন। আমি তাকে সহায়তা করব। সমাজের সর্বস্তরের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের কোন মানুষ অসহায় থাকবে না। এজন্য সকলকে সমাজসেবা মূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনায় বক্তারা যে কোন সমাজ সেবা মূলক কর্মকান্ডে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন