বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার স্টিমারঘাট সংলগ্ন মাছকাটা নদীতে বজ্রপাতের সময় নদীতে পরে নিখোঁজ হওয়া মো. জুলহাস (৩০) নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কমার দে বিষয়টি নিশ্চিত করে জানান, যেখান থেকে জুলহাস নিখোঁজ হয়েছে, সেখান থেকেই মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া এঘটনায় বাকি আহত দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
বরিশালের খবর