বরিশাল: জেলার বাবুগঞ্জ উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ সেই স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে নিখোঁজ গোসল করতে গিয়ে নিখোঁজ হয় স্কুল মো. হৃদয়। বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে।
বরিশাল মহানগরের বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকালে খালে হৃদয়ের লাশ ভেসে উঠেছে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তারা গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হৃদয় চাঁদপাশা ইউনিয়েনের চন্দ্রপুর গ্রামের মৃত রসুল খানের ছেলে। সে বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
বুধবার দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খালের পানিতে গোসল করতে যায়। এরপর থেকে সে নিখোঁজ। তার সন্ধানে খালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্ল¬াশী করে। তারা উদ্ধার অভিযানে ব্যর্থ হয়ে ফিরে আসে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর