নিখোঁজ মাদ্রাসাছাত্র রিফাতকে খুঁজছে পরিবার
লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে মো. রিফাত ওরপে জুবায়ের নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। তার গায়ের রঙ ফর্সা। রিফাত লামোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের মো. জাফরের ছেলে ও স্থানীয় আল-ইসলামিয়া নূরাণী তাহফিজুল মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র।
পরিবারের দাবি- গত সোমবার (১ আগস্ট) দুপুরে মাদ্রাসা থেকে বের হয় রিফাত। এরপর আর মাদ্রাসা ও বাড়িতে ফিরেনি সে। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত রিফাতের সন্ধ্যান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ রিফাতের পরিবারের পক্ষ থেকে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অন্যদিকে, রিফাতের সন্ধ্যান পেলে ০১৭৯৩২৫১২৬৬ এই নাম্বারে তার বাবা মো. জাফরের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
বিভাগের খবর, ভোলা