Sumon Hossain
প্রকাশিত: ০৬:০২ অপরাহ্ণ, ০১ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে তাঁর নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ২টার পর শান্তিনগরের নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর রুমের দরজা বন্ধ পায় পরিবার। রুমের দরজা খুলে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন এ বিষয় সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।