প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয় নাই। পদ্মা সেতু নিয়ে ওয়াল্ড ব্যাংকের দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু বানিয়েছি।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে কাকরাইলের অডিট ভবনে সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি হ্রাসের লক্ষ্যে আধুনিক অডিট ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। অডিট বিভাগে ডিজিটাল পদ্ধতি গ্রহণ করলে নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। অডিট রিপোর্ট যাতে সাইবার ক্রাইমের কবলে না পরে, তাই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে।
দুর্নীতি দমন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের এমপি-মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিটিআরসির হিসেবে বাংলাদেশে ৮ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অডিট ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।’
শিরোনামজাতীয় খবর