৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নিজামীর ফাঁসির রায়ে বরিশালে আনন্দ মিছিল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২২ অপরাহ্ণ, ০৫ মে ২০১৬

বরিশাল: আলবদর নেতা জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ আদালত বহাল রাখায় বরিশালে আনন্দ মিছিল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে এ মিছিল বের করা হয়।

রায় ঘোষণার পরপরই সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের হয়। পরবর্তীতে সদর রোড সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই স্থানে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রিভিউ খারিজের পর নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে আর কোন বাধা নেই। তাই আমরা অবিলম্বে নিজামীকে ফাঁসিকাষ্ঠে দেখতে চাই। এ রায়ের মধ্য দিয়ে বাঙালি জাতি কলঙ্ক মুক্ত হয়েছে, পেয়েছে ন্যায়বিচার পেয়েছে।’

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন