নিম্নচাপের প্রভাবে বরগুনায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপ ক্রমেই নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সকাল থেকে বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে উপকূলে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।
মৎস্য অধিদফতর জানিয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় বঙ্গোপসাগর ও নদীগুলোতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বরগুনার সব মাছ ধরার ট্রলার উপকূলে অবস্থান করছে।
বৃষ্টিকে আর্শিবাদ হিসেবে দেখছেন জেলার কৃষকেরা। কেননা আবাদি জমিতে পানির সঙ্কট দেখা দিয়েছে। তাদের আশা, বৃষ্টিপাত হলে এ সঙ্কট কমবে। এছাড়া অনাবৃষ্টির কারণে জমিতে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে পোকামাকড়ের উপদ্রব কমবে। ফলে কীটনাশক ব্যবহার কমবে।
বামনা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী তথ্য কর্মকর্তা সানজিদা আক্তার নয়া দিগন্তকে বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর বৃষ্টির পরিমাণ কম। ধানক্ষেতগুলো শুকিয়ে গেছে। এখন আকাশ মেঘলা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়লে কৃষকরা উপকৃত হবে।
বরগুনা, বিভাগের খবর