১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নিরপেক্ষতা প্রমাণ করবো কাজ দিয়ে- প্রধান নির্বাচন কমিশনার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন- বিগত দিনে যাই হোক সামনের নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক কাজ করা হবে। আর বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে তার জবাব আমরা কর্মকান্ডের মধ্যদিয়ে প্রমাণ করবো। নির্বাচন নির্বিঘ্নে করতে কোন ধরণের অনিয়মের আশ্রয় দেয়া হবেনা। মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সভা কক্ষে বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় একথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন- আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য সকল ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে।

প্রশাসন ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো.সাইফুজ্জামান প্রমুখ।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন