বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১২ অপরাহ্ণ, ৩১ মার্চ ২০১৭
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিরাপরাধ এক যুবককে আটকের প্রতিবাদে নলছিটি থানা ঘন্টাব্যাপি ঘেরাও করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার বেলা ১০টার দিকে ৫ শতাধিক জনতা একত্রিত হয়ে এ বিক্ষোভে অংশ নেন।
উপজেলার কুলকাঠী ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু বরিশালটাইমসকে বলেন- তার ইউনিয়নের তৌকাঠি গ্রামের প্রয়াত ফারুক হাওলাদারের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাজিব হাওলাদারকে গ্রামের বাড়ি থেকে ভোররাতে আটক করে আনে থানা পুলিশ।
যুবককে আটককালে পুলিশ এলাকার আরও কজনকে মারধর করেছে। এ ঘটনায় জড়িত ৬ পুলিশ সদস্যের প্রত্যাহার দাবিতে এলাকাবাসী থানা ঘেরাও করে রাখেন।’’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) একেএম সুলতান মাহামুদ বরিশালটাইমসকে বলেন- ডাকাতি মামলায় বৃহস্পতিবার পুলিশ ওই এলাকায় এক আসামিকে গ্রেপ্তার অভিযানে যায়। কিন্তু আসামিকে পুলিশ না পেয়ে ফিরে আসে।
ওই সময় এক যুবক পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছিলো। সে মাদক সেবন করে বলেও অভিযোগ রয়েছে।”
পরবর্তীতে বৃহস্পতিবার ভোররাতে এলাকায় অভিযান চালিয়ে রাজিব হাওলাদার নামের ওই যুবককে আটকে করে নিয়ে আসে।
অবশ্য থানা ঘেরাও করার বিষয়টি স্বীকার করেননি ওসি।”
তিনি বলেন- “আটক যুবককে কেন ধরা হয়েছে জানতে সকালে ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চুসহ বেশ কয়েকজন থানায় এসেছিল।”
তবে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে- পুলিশের হাতকড়া নিয়ে জসিম মোল্লা নামে যে আসামি পালিয়ে গিয়েছিলেন সেই হাতকড়াটি ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চুর মধ্যস্ততায় ফেরত দিতে এসেছিল মোটরসাইকেল চালক রাজিব হাওলাদার।
সকালে থানায় আসার পরেই তাকে পুলিশ আটক করে রাখে। এমন খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী আন্দোল করে থানাটি ঘেরাও দিয়ে রাখেন।’’
যদিও ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব বরিশালটাইমসকে বলেন- ঘেরাও নয়, কিছু লোক থানায় আসছিল। তারা এখন চলে গেছে। বিষয়টি নিয়ে চেয়ারম্যান ও এলাকার ক’জনের সাথে বসে সমাধান করা হচ্ছে।”
https://youtu.be/HmSDvTyvi2s