নিজস্ব বার্তা পরিবেশক:: শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচনের একদিন পূর্বে সাংবাদিক নেতা এসএম জাকির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলুমবাজির অভিযোগ এনে একটি লেখা পোস্ট করা হয়েছে। সেখানে একটি ব্যবসাপ্রতিষ্ঠান আগ্রসনের হুমকির কথা বলা হচ্ছে। বরিশালের বিভিন্ন সাংবাদিকের ফেসবুক আইডিতে এই অভিযোগ সংবলিত লেখাসহ জাকিরের ছবি ট্যাগ করে নানা মন্তব্যও দেওয়া হচ্ছে। হঠাৎ করে কেন এই সাংবাদিক নেতার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধারণা করা হচ্ছে- নির্বাচনে জাকিরকে বেকায়দায় ফেলতে ইমেজ সংকট তৈরির চেষ্টা চলছে। উল্লেখ্য- জাকির প্রেসক্লাব নির্বাচনে এবারও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে- এর দুদিন আগে কোতয়ালি মডেল থানায় জাকিরের বিরুদ্ধে জনৈক আল আমিন নামক যুব বয়সী ব্যবসায়ি সাধারণ ডায়েরি করেন। তার অভিযোগ তিন বন্ধু মিলে শহরের ফলপট্টির মুখে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরুর পর লোকসানের কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন। কিন্তু জাকির অপর দুই ব্যবসায়িক অংশদারের অনুকুলে অবস্থান নিয়ে তাদের অর্থের দুই তৃতীয় ফিরেয়েং দিতে আল আমিনকে চাপ প্রয়োগ করেন। সেখানে তিনি নিরাপত্তাহীনতা বোধ করায় এই ডায়েরি দায়ের করেন। এই প্রতিবেদকের কাছে আল আমিন বলেন- ফেসবুকে এনিয়ে নোংরামির সাথে তার কোন সংশ্লিষ্ট নেই। এমনকি জিডি করার বিষয়টি গোপনীয় ছিল। তা প্রকাশ্যে আসার ঘটনাও তার কাছে বোধগম্য নয়। পক্ষান্তরে জাকিরের বক্তব্য হচ্ছে- ওই ব্যবসাপ্রতিষ্ঠানের অংশিদার তিনজনই তার বন্ধু হিসেবে তিনি একটি সমাধান টানতে ভুমিকা রাখতে অগ্রসর হন। তার অফিসে এনিয়ে বৈঠকে কিছু অর্থ ফেরত দিতে আল আমিনকে বলা হয়েছে বলে স্বীকার করেন। সেখানে জুলুমবাজি অথবা ওই প্রতিষ্ঠান দখলের প্রশ্নই ওঠে না। তাছাড়া এই বিষয়ে অনেকটা সালিশ আকারে ওই বৈঠক ২০ দিন আগে অনুষ্ঠিত হয়। তৎসময়ে জিডি না করে নির্বাচন প্রাক্কালে এই ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে তৃতীয় কোন মহলের ইন্ধন রয়েছে কী তা নিয়ে জাকির প্রশ্ন তোলেন।
অবশ্য আল আমিন এই ধরনের সংশয়কে অবান্তর বলে মন্তব্য করেন। এদিকে এস এম জাকিরের বিরুদ্ধে অন্যের ব্যবসায়িক বিষয় টেনে নির্বাচনের পূর্বে রাতে ফেসবুকে মাতামাতি এবং ইমেজ সংকটপূর্ণ মন্তব্য করে বিভিন্ন উক্তি লেখা নিয়ে সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চায় হয়েছে। এর পিছনে ভিন্ন কোন উদ্দেশ রয়েছে বলে মনে করা হচ্ছে। কারও কারও মন্তব্য সাধারণ সম্পাদক এসএম জাকির স্বপদে নির্বাচনে বিজয়ের শতভাগ সম্ভবনা আঁচ করতে পেরেই কোন না কোন মহল অদৃশ্য থেকে কলকাঠি নাড়ছে। উদাহরণ ফেসবুকে যে আইডি থেকে জাকিরের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য পোস্ট করা হচ্ছে তা ফেক অর্থাৎ ভুয়া নাম ব্যবহার করা হচ্ছে।’
বরিশালের খবর, বিভাগের খবর