আগামী জাতীয় সংসদ নির্বাচন সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন- জামায়াত-বিএনপি নির্বাচন বানচাল করতে ইতোমধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু করেছে পাশপাশি মরিয়া হয়ে উঠেছে।
নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নিজেরা নিজেদের দেনা-পাওনা নিয়ে চিন্তা না করে সবাইকে দলের জন্য কাজ করতে হবে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির আয়োজনে শহরের অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নারীরা আজও নিরাপদ নয়, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। নারী ও শ্রমিকদের অধিকার আদায়ে অক্টোবরের সেই আন্দোলনকে অনুসরণ করতে হবে। বর্তমান সরকার ৮ বছরে বাংলাদেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও গরিব, দুঃখী ও মেহেনতি মানুষের উন্নয়ন ঘটাতে পারেনি।
এই সভায় ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য আব্দুল খালেক, ফজলুল হক মাস্টার এবং পলিট ব্যুরো সদস্য ডা. সুশান্ত দাস প্রমুখ।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন করেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
পরে দিবসটি উপলক্ষে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর অশ্বিনীয় কুমার হল থেকে লাল পতাকা মিছিল বের হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।”
শিরোনামবরিশালের খবর