বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ হবে কিনা তা নিয়ে এখনই বলার কিছু নেই। তবে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের মতো আগে থেকে ঠিক করা ফলাফল ঘোষণা হলে বরিশালের জনগণ মেনে নেবে না। নিউজ এডিটরস কাউন্সিলের সাথে কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী অ্যাডভোকেট একে আজাদ গতকাল বৃহস্পতিবার (০৫ জুলাই) বিকেলে বরিশাল জেলা আইনজীবি সমিতিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন।
আজাদ আরও বলেন- নির্বাচিত হতে পারলে রসুলপুর, আমানতগঞ্জ, পলাশপুর বস্তিতে বিদ্যুৎ সংযোগ, নতুন আইন করে ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্স, খাল-পুকুর পুনুরুদ্ধার, শ্রমিকদের অধিকার আদায়সহ নগরীর রাস্তা, ড্রেন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হবে। একই সাথে মেয়র ও কাউন্সিলরদের প্রত্যেকটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়ে বলেন- সাংবাদিকরা এগিয়ে আসলে ভোট ডাকাতি রোধ করা সম্ভব। মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম সহ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি হাসিবুল ইসলাম, সহ-সভাপতি এমকে রানা, কোর্ট রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম নয়ন, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক ফাহিম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রাকিব, সদস্য হুমায়ন কবির রোকন, রিয়াজ পাটোয়ারী, এইচ এম হেলাল, আল আমিন গাজী ও ইমরান হোসেন প্রমুখ।
বরিশালের খবর