বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৬
বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার দাসেরহাট মসজিদ বাড়ী এলাকায় লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধারকারী জাহাজের অপেক্ষায় স্থগিত রয়েছে উদ্ধার অভিযান।
রাত ৮ টার পর্যন্ত সনাতন পদ্ধতিতে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয় বিআইডব্লিউটিএ।
এরপর অভিযান সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, বিকেল ৫টায় বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশাল থেকে ঘটনাস্থলের দিকে রওয়ানা দেয়।
কিন্তু তার আগে থেকেই স্থানীয়দের সহায়তায় সনাতন পদ্ধতিতে দ’ুটি বালুবহনকারী বাল্কহেডের সহায়তায় ট্রলার কেটে বানানো ওই লঞ্চের উদ্ধার অভিযান চালানো হয়।
এর আগে ডুবুরিদের সহায়তায় লঞ্চ থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। রাত ১১ টার মধ্যে ‘নির্ভীক’ ঘটনাস্থলে এসে পৌঁনোর কথা। এরপর নৌ-যানটি উদ্ধার অভিযান শুরু হবে।
এদিকে রাতে নৌ-বাহিনীর ১১ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর খবর পাওয়া গেছে। এ বিষয়ে তিনি বলেন, শুরু থেকে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন এ উদ্ধার অভিযানে সহায়তা করছে। মাঝে কোস্টগার্ডের সদস্যরাও এসে অভিযানে অংশ নেন।
তবে নৌ-বাহিনীর ডুবুরি দলের বিষয়টি এখনও নিশ্চিত নন তিনি।