৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

নিষেধাজ্ঞার ২০ দিনে বরিশালে ২৬৭ জনকে কারাদন্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৩ অপরাহ্ণ, ০১ নভেম্বর ২০১৬

বরিশাল : ইলিশ নিধনে নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞার ২০ দিনে বরিশাল বিভাগে ২৬৭ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ১১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায়, ২৮ লক্ষ ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছ ৩ হাজার ৮৯১ কেজি ইলিশ মাছ। বিষয়টি নিশ্চিত করে মৎস অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।

 

তিনি বলেন, বরিশাল বিভাগের ৬ জেলায় পরিচালিত অভিযানে সোমবার মধ্যরাত পর্যন্ত ২০ দিনে ২ শত ৬৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। পুরো ২০ দিনের অভিযানে বিভাগে ৮ শত ৮১ টি মোবাইল কোর্ট, ১ হাজার ৬ শত ৯৩ টি অভিযান ও ৩ শত ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বলেন, সকলের সমন্নিত চেষ্টায় ইলিশ নিধন বন্ধের এ নিষেধাজ্ঞায় জেলেরা অনেকটাই সচেতন হয়েছে।

 

এর প্রমান স্বরুপ চলতি বছরে সল্প সময়ে দেশের নদ-নদীতে যে বিপুল পরিমানে ইলিশ আরোহন করেছেন জেলেরা। যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন