বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ০৫ অক্টোবর ২০১৭
ভোলায় বুধবার (০৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি মাছ ধরার নৌকাসহ ২০ হাজার মিটার জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোস্টগার্ড ভোলার দক্ষিণ জোনের কর্মকর্তা লে. কমান্ডার ভিকসন চৌধুরী জানান, কোস্টগার্ড সদস্যরা বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় ছয়টি মাছ ধরার নৌকাসহ পাঁচ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও চরঘেড়া জাল।
তিনি আরও জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মুজাহিদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও অপর জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। কোস্টগার্ডের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম বরিশালটাইমসকে জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ সময় ভোলা সদর উপজেলায় ১১ জেলে ও বোরহানউদ্দিন উপজেলায় দুই জেলেকে আটকের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
চরফ্যাশনে চার জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার জাল। নিষিদ্ধ সময় ইলিশ ধরার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।
মা ইলিশ রক্ষায় ইলিশ প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা বাংলাদেশে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।’