৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

নেছারাবাদে আ’লীগ প্রার্থীর কার্যালয়ে হামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ২০ মার্চ ২০১৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশিষ কুমার বড়ালের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই প্রার্থীর সমর্থক কাইয়ুমকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জলাবাড়ি ইউনিয়নের ইদেলকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আশিষ কুমারের অভিযোগ, শনিবার রাতে জাতীয় পার্টির  (জেপি) মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকেরা এ হামলা চালিয়েছে। এ সময় সেখানে উপস্থিত কাইয়ুমকে তুলে নিয়ে যায় তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন জেপি প্রার্থী তৌহিদুল ইসলাম। তিনি বলেন, আশিষ কুমারের সমর্থকেরা তার মাঝিবাড়ি এলাকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে।

30 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন