বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীর্ষের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের নথুল্লাবাদস্থ আঞ্চলিক নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন জমা দেন।
এসময় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সাথে ছিলেন- সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, কেন্দ্রীয় সদস্য অ্যাড.কামরুল ইসলাম সজল, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বরিশাল মহানগর সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহিন উল্লেখযোগ্য।
নির্বাচন এক্সপ্রেস