৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নৌকাপ্রার্থীর সঙ্গে নির্বাচনী মঞ্চে, রাজাপুর বিএনপির ২ নেতা বহিষ্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, ০৫ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ঝালকাঠি:: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনী মঞ্চে যোগ দেওয়া দুজনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুজন হলেন- শাহজাহান ওমর সমর্থিত কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সভাপতি আব্দুল জলিল মিয়াজী এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির।

বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবির মূলত কাঁঠালিয়া উপজেলা বিএনপির কর্মী। দলীয় গঠনতন্ত্র মোতাবেক তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে একই মঞ্চে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। আজ সোমবার বেলা ১১টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে বন্দুক হাতে এক বিএনপি নেতাকেও দেখা গেছে।

সমাবেশে বন্দুকধারী ওই ব্যক্তির নাম আব্দুল জলিল মিয়াজী।

তিনি শাহজাহান ওমর সমর্থিত কাঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সভাপতি। এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

তবে একই কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির বলেছেন, ‘বন্দুকটি আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমরের লাইসেন্সকৃত। তিনি বক্তব্য রাখার সময় পাশে বসে থাকা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজীর কাছে রাখেন।

শাহজাহান ওমর সমাবেশের অনুমতি নেননি বলে জানিয়েছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। তিনি বলেন, ‘আমরা শুনেছি তিনি সমাবেশ করেছেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

সমাবেশে বন্দুকের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কমিশনের বিধিমালা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সমাবেশে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আব্দুল জলিল মিয়াজী এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর।’

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন