১২ বছর বয়সী এক ফরাসি বালক ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এর আগে সর্বনিম্ন ১৫ বছর বয়সী বালকের এ রেকর্ড ছিল।
নতুন রেকর্ডধারি টম গোরন নামে ওই ফরাসি বালক ইংল্যান্ড থেকে স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে নৌকায় করে যাত্রা শুরু করে। এরপর ১৪ ঘণ্টা ২০ মিনিট সময় নৌকা চালিয়ে ফ্রান্সে পৌঁছায় সে।
তবে এ যাত্রাপথে পেছনে অন্য একটি নৌকায় করে ছিলেন টমের বাবা। তিনি বলেন, ছেলে যাতে বড় কোনো বিপদে না পড়ে এ জন্য তিনি টমের ডিঙ্গির পিছনেই আরেকটি নৌযানে করে তাকে অনুসরণ করেছেন। ৫ ঘণ্টা চলার পর টম সাগরে ভয় পেয়ে ফিরে আসতে চেয়েছিল। তবে পেছনের নৌকায় বাবা থাকায় তার উৎসাহে সে শেষ পর্যন্ত যাত্রাপথ অব্যাহত রাখে।
২০১৬ সালে এভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল ১৫ বছরের কিশোর বয়েলেট ডরাঞ্জ।
টাইমস স্পেশাল