৩ ঘণ্টা আগের আপডেট রাত ৯:১১ ; শুক্রবার ; ডিসেম্বর ৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

নৌকায় উঠেছেন জামায়াতপন্থীরা, ক্ষোভে ফুঁসছেন আ’লীগ নেতাকর্মীরা

বরিশালটাইমস রিপোর্ট
১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর ইউনিয়ন পরিষদের (দেউলবাড়ী দোববড়া) আসন্ন নির্বাচনে স্বাধীনতাবিরোধী জামায়াত পরিবারের সন্তানকে নৌকা প্রতীক দেয়ার প্রতিবাদে রাজপথে নেমেছে আ’লীগ নেতাকর্মী। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শুক্রবার মানববন্ধন ও প্রতিবাদ সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাধীনতাবিরোধী ও জামায়াত পরিবারের হাত থেকে স্বাধীনতা স্বপক্ষের আওয়ামী লীগের নৌকা প্রতীক ফিরিয়ে এনে প্রকৃত আওয়ামী লীগের হাতে তুলে দেয়ার দাবি জানানো হয়।শুক্রবার দুপুরে উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিতর্কিত জামায়াত পরিবারের সন্তান ও বর্তমান ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহর গাওখালী বাজারস্থ বাস ভবনের সন্মুখ সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক  মোস্তাফিজুর রহমান রঞ্জুর পরিচালনায় এ প্রতিবাদ সভা হয়। সভায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বেপারী তার বক্তব্যে বলেন, ‘৭১ সালে জীবনবাজি রেখে যুদ্ধ করেছি। তখন এ অঞ্চলে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে- তাদের অন্যতম এই ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান মাওলানা মফিজুর রহমান। তার সন্তান ওয়ালী উল¬াহকে আওয়ামী লীগ থেকে সমর্থন দেয়ায় আমরা ক্ষুব্ধ।”

এছাড়া তার চাচা মীম ফজলুর রহমান জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার ছেলে মঞ্জুরুল ইসলাম ফারুক একজন তালেবান নেতা হিসেবে আফগান যুদ্ধে নিহত হলে লাশ দেশে এনে নিজ বাড়িতে দাফন করা হয়। মীম ফজলুর রহমান ও ওয়ালী উল্লাহ তখন গর্ব করে বলতেন, তাদের পরিবারের সদস্য ফারুক আফগান যুদ্ধে শহীদ হয়েছেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ওয়ালী উল্লাহ নিজেও সক্রিয়ভাবে সাঈদীর নির্বাচনে কর্মী হিসেবে কাজ করেছে অভিযোগ করেন বক্তারা।

তারা বলেন, সাঈদী এ এলাকার এমপি নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার ওয়ালী উল্লাহর বাড়িতে নেতাকর্মীসহ ভূড়িভোজও করেছেন। স্বাধীনতাবিরোধী ও জামায়াত পরিবারের সন্তান সেই ওয়ালী উল্লাহর হাত থেকে নৌকা প্রতীক ফিরিয়ে এনে নৌকার সম্মান ও ঐতিহ্য রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি। সভার সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী হিসেবে ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এফ এম রফিকুল আলম বাবুলের নাম কেন্দ্রে পাঠানো হলেও কিভাবে একজন স্বাধীনতাবিরোধী ও জামায়াত পরিবারের সন্তানকে নৌকা প্রতীক দেয়া হলো তা আমাদের বোধগম্য নয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান বলেন, ওয়ালী উল্লাহর বাবা মাওলানা মফিজুর রহমান দেউলবাড়ী দোবরা ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। তার চাচা মীম ফজলুর রহমান ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন ও ১৯৯৬ সালে নেছারাবাদ-বানারীপাড়া আসনে জামায়াতের দলীয় প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এক বছর আগে ওয়ালী উল্লাহ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হয়েছেন।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অমূল্য রঞ্জন হালদার বলেন, আমি যখন নাজিরপুর আওয়ামী লীগের সভাপতি ছিলাম তখন ওয়ালী উল্লাহকে কখনও আওয়ামী লীগ করতে দেখিনি। শুনেছি, এমপি আউয়ালের হাত ধরে এখন আ.লীগের সদস্য হয়েছে। আমি নাজিরপুরকে হাইব্রিড থেকে রক্ষা করার জন্য কেন্দ্রেও বারবার বলেছি।

তাছাড়া তার বাবা স্বাধীনতাবিরোধী ও চাচা জামায়াত নেতা ছিলেন বলেও শোনা যাচ্ছে। তার পরেও নেত্রী যখন তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তা নিয়ে আমরা কোন মন্তব্য করতে পারি না।

এ বিষয়ে, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদারের সাথে আলাপকালে তিনি বলেন- মনোনয়ন বোর্ড আমাদের পাঠানো তালিকা আমলে না নিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পরীক্ষিতদের বাদ দিয়ে বিতর্কিতদের দলীয় মনোনয়ন দেয়ায় নেতাকর্মী সমর্থক ও মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়েছেন। দলকে বিতর্কের মুখে ফেলেছে।’’

পিরোজপুর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  আলেমদের মুক্তির দাবিতে মাঠে নামছে ‘হেফাজত ইসলাম’  শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩  বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩  এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আ'লীগের নেতৃত্বে হয়েছে :আমু  বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত  বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা  স্বামীর টানে ফের বাংলাদেশে ভারতীয় তরুণী, মেনে নিল পরিবার  ‘আমি কোটিপতি নই, জনগণ ভালোবেসে নির্বাচনের খরচ জোগাবে’  বরিশাল কোতয়ালি মডেল থানার নতুন ওসি আরিচুল হক  ‘নৌকার লোক পালানোর সুযোগ পাবে না’ বলা আ. লীগ নেতাকে শোকজ