পারিাবারিক সম্পর্ক সৌহার্দ্যবোধ ও ঐতিহ্যকে অটুট রাখার প্রত্যয়ে সালমা শিপিং কর্পোরেশন কীর্তনখোলা পরিবারের নৌভ্রমণ আয়োজন অনেকার্থে সফল হয়েছে। বুধবার বরিশাল নৌবন্দর টার্মিনাল থেকে লঞ্চটি নৌবিহারের উদ্দেশ্যে রওয়ানা হয়।
দিনভর নানা আয়োজনে সেখানে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। বিশেষ করে র্যাফেল ড্র নৌবিহারে অংশগ্রহণকারীদের উৎফুল্ল করে তোলে।
এই নৌবিহারে অংশ নেন বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল ক্লাব সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এসএম জাহির হোসেন, সালমা শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপণা পরিচালক মঞ্জুরুল আহসান ফেরদৌস, দৈনিক আজকের প্রথম সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রেসক্লাব কোষাধক্ষ কাজী আল মামুন এবং দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ উল্লেখযোগ্য।
বরিশালের খবর