১৭ িনিট আগের আপডেট বিকাল ১২:৩২ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ধর্মঘট প্রত্যাহার, নৌ-যান চলাচল স্বাভাবিক

বরিশালটাইমস রিপোর্ট
১২:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

বরিশাল: বাংলাদেশ নৌ-যান ফেডারেশনের চলমান ধর্মঘট এবার সকল সবধরেণ নৌ-যানের ওপর থেকে তুলে নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকায় শ্রম মন্ত্রণালয়, লঞ্চ মালিক এবং শ্রমিকদের ত্রি-পাক্ষিক বৈঠকের পরে ধর্মঘট তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সোমবার রাত ১০টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বরাত দিয়ে বরিশাল আঞ্চলিক শাখার নেতারা ধর্মঘট তুলে নেয়ার বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। যদিও এর আগে চলমান ধর্মঘটে যাত্রীবাহি লঞ্চ চলাচল আওয়াতামুক্ত করা হয়েছিলো।

 

বাংলাদেশ নৌ-যান ফেডারেশন বরিশাল আঞ্চলিক শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক একিন আলী মাস্টার জানান, মঙ্গলবার সচিবালয়ে মালিক-শ্রমিক-সরকার পক্ষের মধ্যে দফায় দফায় ত্রি-পাক্ষিয় বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। এর আগে বেলা ২টায় বৈঠকটি শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়। বৈঠকে নৌ-মন্ত্রী শাহজাহান খান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে ‘ক’ শ্রেণির শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা; ‘খ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিু বেতন সাড়ে ৯ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির শ্রমিকদের সর্বনিু বেতন ৯ হাজার টাকা ঘোষণা করেন মন্ত্রী। তবে এ ক্ষেত্রে শ্রমিক নেতারা ‘ক’ শ্রেণির শ্রমিকদের বেতন পুনঃবিবেচনার আহ্বান জানান।

 

জবাবে মন্ত্রী শ্রম মন্ত্রণালয় কর্তৃক মজুরি কাঠামোর লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে তারা এ বিষয়টি বিবেচনা করবে বলে শ্রমিকদের জানান। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌ-যান ধর্মঘট স্থগিত করায় মন্ত্রী শ্রমিকনেতাদের ধন্যবাদ জানান। তবে বৈঠক শেষ না করেই বের হয়ে যায় মালিকপক্ষ। প্রসঙ্গত, মজুরি বাড়ানো পাশাপাশি সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা দেয়া, নৌ-পথে অবৈধ চাঁদাবাজি ও অবৈধ ইজারা বন্ধ করা, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র ও সার্ভিস বুক দেয়া, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কর্মস্থলে আহত শ্রমিকের চিকিৎসা ব্যয় ও চিকিৎসাকালে বেতনের দাবিসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন গত ২০ এপ্রিল মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করে।

 

এরপর যাত্রীবাহী নৌযান ধর্মঘট গত ২২ এপ্রিল মধ্যরাতে স্থগিত হলেও মালবাহী নৌযানে ধর্মঘট চলছিল। অবশেষে মঙ্গলবার দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রীর আশ্বাসে সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত করা হয়। ফলে বুধবার থেকে যথারীতি সব ধরনের নৌ-যান চলাচলা করবে।’

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  খিচুড়ি খাওয়া নিয়ে নৌকা প্রার্থীর উঠান বৈঠকে সংঘর্ষ, আহত ৫  কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত  মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ : এক এক করে তিনজনের মৃত্যু  বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু  নির্বাচনে সেনা মোতায়েন : সেনাবাহিনীর সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে ইসি  বিএনপির অফিস এখন নৌকার নির্বাচনী কার্যালয়  ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে  বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু  ইসির নির্দেশে ব্যানার–ফেস্টুন মুক্ত বরিশাল নগরী  সমালোচনার পর আইনি বিপাকে বলিউডের ৩ তারকা