গাজীপুরে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধ ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের অ্যাম্বুলেন্সে করে ঢামেকে আনা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদের মধ্যে ৬ জন দগ্ধ এবং একজন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।
ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধরা হলেন কারখানার কর্মচারী কবির (২০), রনি (২০), রিপন (১৭), আসিফ (১৬) তানজিনা (১৮) ও কাকলী (১৬)। এছাড়া মাথায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির নাম লালচাঁন (২০)।
হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, কবিরের শরীরের শতভাগ দগ্ধ ও লালচাঁনের মাথায় আঘাত রয়েছে। তাদের ২ জনের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০) নামে দুইজন নিহত হয়েছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ওই কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন।
জাতীয় খবর