পছন্দের মেয়ের সাথে বিয়েতে অমত, ছেলের হাতে বাবা খুন!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের পছন্দের মেয়ের সাথে বিয়েতে অমত দেয়ার জেরে ছেলের হাতেই খুন হয়েছেন বাবা। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত হেলাল উদ্দিন (২০) পলাতক রয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৬০)। তিনি নোয়াখালীর সুধারামপুর থানার মৃত আবুল বাশারের ছেলে। তিনি পরিবার নিয়ে ভাটিয়ারীর হাসনাবাদ এলাকায় থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাবা বেলাল হোসেনের সঙ্গে বিয়ে নিয়ে বাকবিতণ্ডা হয় ছেলে হেলাল উদ্দিনের।
বেলাল হোসেন তার ছেলে হেলালকে নিজ পছন্দের মেয়ের সাথে বিয়ে করাতে রাজি না হওয়ার কারণে এই বাকবিতণ্ডা। এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র নিয়ে বাবাকে কোপ দেয়।
এসময় পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চমেক হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেলাল উদ্দিন বিয়ে করবে বলে তার বাবাকে জানালে তিনি তার কথায় রাজি হননি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দেশের খবর