পটুয়াখালীতে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। রবিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৃধাবাড়ী সড়ক এর মোঃ শহীদুল ইসলাম এর বাসার স্বামী-স্ত্রী ভাড়াটিয়ার নিকট থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, ০২ টি সীম, গাঁজা বিক্রির নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত মোসাঃ হোসনেয়ারা বেগম (৪০) গলাচিপার ছোট শিবা গ্রামের বাসিন্দা এবং তার স্বামী একই এলাকার সেকান্দার সিকদার এর পুত্র মোঃ সেলিম সিকদার।
পটুয়াখালী র্যাব-৮ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, এরা দীর্ঘদিন এ ব্যবসার সাথে জড়িত ছিলো। পটুয়াখালীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে গাঁজার ব্যবসা পরিচালনা করতো।
উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,৩২,৫০০ (এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা। র্যাব বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
পটুয়াখালি, বিভাগের খবর