১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পটুয়াখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নৌবাহিনীর অভিযান

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:১৯ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অভিযান চালিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মহসিন কবির মৃধার নেতৃত্বে অভিযান হয়।

অভিযানে খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং ওজনে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় আট মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মধ্যস্বত্ত্বভোগীদের সিন্ডিকেট জেলেদের কাছ থেকে কম টাকায় মাছ কিনে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করে।

এতে ভোক্তারা বঞ্চিত হয়। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, মাংসের দোকানেও বেশি দামে মাংস বিক্রির অভিযোগ ছিলো।

মাছ-মাংসের কিছু দোকানে মাপার যন্ত্রে সমস্যা দেখা গেছে। তারা এর মাধ্যমে ভোক্তাকে ওজনে কম দিতো। সেসব জব্দ করা হয়েছে। সবাইকে নিয়ম মেনে যথাযথভাবে ব্যবসা করতে বলা হয়েছে।

85 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন