৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

পটুয়াখালীতে ৪ টন নতুন পাঠ্যবই জব্দ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৩:১৭ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালীতে ৪ টন নতুন পাঠ্যবই জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ার একটি মাদ্রাসা থেকে রাতের আঁধারে সরকারি নতুন পাঠ্যবই কেজি দরে বিক্রির পর ট্রাকে করে নিয়ে যাওয়ার পথে ট্রাকসহ চার টন বই জব্দ করেছে প্রশাসন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ মহিপুর থেকে ট্রাকসহ বইগুলো জব্দ করেন।

জব্দ বইগুলো মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারুপাঠ, কৃষি শিক্ষা, আনন্দপাঠ, গার্হস্থ্যসহ বিভিন্ন বিষয়ের। বইগুলোর ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের।

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা টেলিফোনে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই অতিরিক্ত থাকলে তা জমা দিতে হয়। সরকারি পাঠ্যবই বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আ. মালেক আকন্দ জানান, মাদ্রাসার পুরনো কাগজ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। পাঠ্যবই বিক্রির কোনো রেজুলেশন হয়নি। এ দায়ভার মাদ্রাসার প্রিন্সিপালের। প্রিন্সিপাল একেএম আবুবকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ জানান, রাতের আঁধারে সরকারি বই বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তাঁরা বইগুলো আটক করে মহিপুর থানা হেফাজতে রেখেছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি পাঠ্যবই অব্যবহৃত থাকলে সরকারি গুদামে জমা দিতে হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ কীভাবে বইগুলো বিক্রি করেছেন তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

37 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন