বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী অন্ধ কল্যাণ সমিতির দখল পেতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই গ্রুপ। ৫ আগস্ট সরকার পতনের পর গত ৫ সেপ্টেম্বর বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে অন্ধ কল্যাণ সমিতির দায়িত্ব গ্রহণ করে ১৭ নতুন কমিটি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পটুয়াখালী অন্ধ কল্যাণ সমিতির নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে জবরদখল মুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন- এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন, কমিউনিস্ট পার্টির নাসির উদ্দীন তালুকদার প্রমুখ।
মানব বন্ধনে অংশগ্রহণ করেন অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ। বক্তারা অন্ধ কল্যাণ সমিতিকে জবরদখল মুক্ত করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
অপরদিকে গত ৫ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মোশতাক আহম্মেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যের ব্যানারে সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান প্রমুখ।
বক্তারা বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অকার্যকর কমিটির কারণে অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রম স্থবির হয়ে পরে। বিএনএসবি চক্ষু হাসপাতাল তথা অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। একটি চক্র নতুন কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে তাদের প্রতিহত করতে হবে।