৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

পটুয়াখালী উপকূলে ভারী বৃষ্টিতে স্থবির জনজীবন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:০০ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী উপকূলে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও সারা দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে এই অতিরিক্ত মৌসুমি বৃষ্টির প্রভাবে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার থেকে পটুয়াখালী উপকূলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি চরমে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে। পানিতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বিভিন্ন গ্রামীণ কাঁচা সড়ক কর্দমাক্ত হয়ে গেছে। জলমগ্ন হয়েছে অনেক নিম্নাঞ্চল।

এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবা সুখী জানান, জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলা আবহাওয়া অফিস সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। গত ৭২ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৩৮৪ মিলিমিটার বৃষ্টিপাত।

91 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন