১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালিতে এ কেমন শত্রুতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৮ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০১৬

বরিশাল: পটুয়াখালিতে সনামধন্য একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু হওয়ার আগ মূহূর্তেই প্রতিষ্ঠানটি বন্ধ করতে মরিয়া হঠেছে একটি পক্ষ। যে কারণে প্রতিষ্ঠানটির পথচলা শুরুর আগেই বিশালাকারের সাইনবোর্ড রাতের আধারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে।

সোমবার গভীর রাতে শহরের বান্দাঘাটা রূপালী পেট্রোল পাম্পের বিপরীতে যে কোন এক সময় এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন ভবন মালিক গাজী মো. মাসুদ করিম।’

তবে অভিযোগ উঠেছে- স্থানীয় ব্যবসায়ী রিয়াজ মোস্তফা মিঠু এই ভাঙচুর ঘটনার সাথে জড়িত। কারণ পটুয়াখালিতে তার হিরো হোন্ডা কোম্পানীর একটি মোটরসাইকেল বিক্রির প্রতিষ্ঠান রয়েছে।’

এমতাবস্থায় কোম্পানী বরিশালের সনামধন্য প্রতিষ্ঠান ‘সাউথ বাংলা মোটরস’কে নতুন একটি শোরুম করে দেওয়ার উদ্যোগ নেয়। মূলত এ বিষয়টি সহজভাবে মেনে নিতে না পেরেই রাতের আধারে সাইনবোর্ডটি ভেঙে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’southbangla

হিরো হোন্ডা কোম্পানীর সেলস ম্যানেজার হুমায়ন কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান- ঘটনাটি কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। সেক্ষেত্রে নির্দেশনা পাওয়া মাত্রই এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় গ্রহণ করা হবে।’

বরিশাল ‘সাউথ বাংলা মোটরস’সের পরিচালক ইস্তাফিজুর রহমান মুন্না জানান- হিরো হোন্ডা কোম্পানী আগের ডিলারটি বন্ধ করে তাদের দ্বারা নতুন প্রতিষ্ঠান করার উদ্যোগ নেয়। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে কেউ ষড়যন্ত্র করে তাদের সাইনবোর্ডটি ভেঙে ফেলেছে।

তবে তিনি এতে ভীত নন জানিয়ে বলেন- ‘সাউথ বাংলা মোটরস’ সুনামের সাথে বরিশাল বিভাগে ব্যবসা পরিচালনা করছে। এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট পটুয়াখালি সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তরিকুল ইসলাম বরিশালটাইমসকে জানান- এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ হাতে আসেনি। তবে তিনি বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের  কাছ থেকে অবহিত হয়েছেন। ফলে অভিযোগ পাওয়া মাত্রই আইনী পদক্ষেপ নেবেন বলে জানান ওসি।’

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন