বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রকল্পের পটুয়াখালী সদর উপজেলার সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার সকালে ৮৫ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে শহরের কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী বিআরডিবি অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলার রূপালী ব্যাংক ডিবুয়াপুর শাখার ২৪০০৩৭১১ নম্বর হিসাব থেকে ১৬৩টি চেকের মাধ্যমে হিসাবরক্ষক আবুল কালাম আজাদ বিআরডিবির পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রকল্পের বেতন-ভাতা ও আনুষঙ্গিক খাতের ৮৫ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে তাকে কলাপাড়া উপজেলা কার্যালয়ে বদলি করা হয় এবং তার পরিবর্তে পটুয়াখালী উপজেলা হিসাবরক্ষক পদে যোগদান করেন মো. সেলিম হোসেন তালুকদার। তিনি যোগদান করা পরে ব্যাংক হিসাবের লেনদেনের মূল বিবরণের সঙ্গে অফিসে জমাকৃত হিসাব বিবরণীর অসঙ্গতি দেখা যায়। পরে তা খতিয়ে দেখা হলে সর্বমোট ৮৫ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
এ ঘটনায় ৭ নভেম্বর বিআরডিবির পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএম আরিফুর রহমান সদর থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১৩।
আরিফুর রহমান বরিশালটাইমসকে জানান, পটুয়াখালী কর্মস্থল থেকে তিনি চলতি বছরের ২২ সেপ্টেম্বর কলাপাড়া কার্যালয়ে বদলি হয়ে যোগদানের পর সেখানেও দুটি চেকের মাধ্যমে ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, বালাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অর্থ আত্মসাতের ঘটনায় অভিযোগটি দুদকের তদন্তের আওতাভুক্ত হওয়ায় বিষয়টি এখন দুদক তদন্ত করবে। আদালতের নির্দেশনায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি