বরিশাল: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার বিষয়ে নতুন করে ১৩ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের মধ্যে রয়েছে পাঁচজন পটুয়াখালী জেলার। বাকি ৮ জন আটজন ময়মনসিংহ জেলার।
পটুয়াখালীর ৫ জন হলেন- এছাহক শিকদার, আব্দুল গনি, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ আব্দুস সাত্তার, সোলায়মান মৃধা। তারা সবাই তৎকালীন পটুয়াখালী জেলা মুসলিম লীগ ও জামায়াতের সদস্য ছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে মোট ২৪টি অভিযোগের মধ্যে ইতোমধ্যে ২টি মামলা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিস্থ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান এ তথ্য তুলে ধরেন।
আবদুল হান্নান খান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে আমরা ইতোমধ্যে অনেকটাই সফল। গতকালের ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে আমাদের সফলতার ধারা অব্যাহত রয়েছে। আমরা নতুন করে ১৩টি অভিযোগের বিষয়ে কাজ করছি।’
নতুন করে অভিযুক্ত ১৩ জনের মধ্যে আটজন ময়মনসিংহ জেলার এবং পাঁচজন পটুয়াখালী জেলার। দুই জেলা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক মামলা হয়েছে বলেও তিনি জানান।
খবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি