পটুয়াখালীতে ঋণের টাকা চাওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানি!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে এনজিওর ঋণের টাকা চাওয়ায় গৃহবধূকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক এনজিও কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আঠারোগাছিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ওই ভুক্তভোগী গৃহবধূ দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের জাকির শিকদারের স্ত্রী নাছরিন বেগম (৪০)।
ক মাস আগে এনজিও (বিডিএস) দুমকি শাখার ফিল্ড অফিসার মো. হাবিবুর রহমান নাছরিন বেগমকে ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা অগ্রিম সঞ্চয় নেন।
কিন্তু দিনের পর দিন গেলেও ঋণ দেওয়ার কোনো নামগন্ধ নেই। হঠাৎ বৃহস্পতিবার ফিল্ড অফিসার হাবিবকে আঠারোগাছিয়া দেখতে পেয়ে নাছরিন তার ঋণ চান। হাবিব নাছরিনের কথা শুনেও শুনছে না।
পরে একটু রাগান্বিত হয়ে কথা বললে হাবিব লোকজনের সামনে নাছরিনকে কিল-ঘুষি মারতে মারতে পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় নাছরিন হাবিবকে বিবাদী করে বৃহস্পতিবার রাতে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত হাবিব শ্লীলতাহানি ও মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, সে আমাদের সদস্য না এবং তার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। আমি তাকে মারধর করিনি। সে আমাকে মারধর করে আমার পরনের শার্ট ছিঁড়ে ফেলেছে।
বিডিএস দুমকি শাখার ব্রাঞ্চ ম্যানেজার সজল কুমার দাস বলেন, শ্লীলতাহানির অভিযোগ একেবারে মিথ্যা, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি অভিযুক্ত যে হবে তার বিচার করা হবে।
দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালি, বিভাগের খবর