৮ মিনিট আগের আপডেট বিকাল ৪:১ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পটুয়াখালীতে এক কেন্দ্রে ৯ পরীক্ষার্থী বহিষ্কার, আতঙ্কে শিক্ষার্থীরা

Mahadi Hasan
১১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

পটুয়াখালীতে এক কেন্দ্রে ৯ পরীক্ষার্থী বহিষ্কার, আতঙ্কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর ৫ মিনিটের মধ্যে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান।

৯ পরীক্ষার্থীর মধ্যে ৭ জনের খাতায় রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ছাড়া তখনো কিছুই লেখা হয়নি, তারপরও বহিষ্কার করা হয়েছে। বাকি দুই পরীক্ষার্থীর একজন দুটি উত্তর এবং অপরজন তিনটি উত্তরের বৃত্ত ভরাট করেছে কেবল, এমন সময়ে তাদের বহিষ্কার করা হয়।

এ ঘটনায় এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেন্দ্র সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, ম্যাজিস্ট্রেট ইসমাইল তাদের কারো কোনো অনুরোধ না শুনে এক তরফাভাবে পরীক্ষার্থীদের বহিষ্কার করেছেন।

তারা বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পূর্বে কেন্দ্রে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান।তারপর তিনি কক্ষ পরিদর্শন শুরু করেন। এরপরই ঠুনকো অভিযোগে একের পর এক বহিষ্কার করা শুরু করেন তিনি। পরে এর সংখ্যা দাঁড়ায় ৯ জনে। পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে এরকম ঘটনায় কেন্দ্রের বাহিরে অপেক্ষায় থাকা অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমানের পা ধরেও রেহাই পায়নি পরীক্ষার্থীরা। এ নিয়ে কেন্দ্রের বাহিরে শুরু হয় নানান ধরনের সমালোচনা। বহিষ্কৃত পরীক্ষার্থী ও মধ্য হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে মোকসেদুল বলেন, আমি সকালে বৃষ্টির মধ্যে ভিজে তারাহুড়ো করে শেষ সময়ে হলে ডুকছি, খাতা পাওয়ার পর দাঁড়িয়ে স্বাভাবিক হয়ে সবকিছু ঠিক করে বসতে যাবো, তখনই এসে আমাকে এক্সপেল্ড করে।

বহিষ্কৃত পরীক্ষার্থী মোসা. ইমা আক্তার বলেন, ম্যাজিস্ট্রেট স্যারকে দেখে ভয়ে আমার হাত কাঁপতে কাঁপতে কলমটা পরে যায়। কলম তুলতে নিচু হলেই তিনি আমার খাতা নিয়ে যায় এবং হেড স্যারের রুমে বসিয়ে রাখে।

অভিভাবক সোহরাব সরদার ও চুন্ন মিয়া বলেন, আমরা এখন ছেলে মেয়েদের পাহারা দিয়ে রাখছি, তারা অনেক কান্নাকাটি করে। যখন তখন আত্মহত্যার মত দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়াও সব সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীদের মনমানসিকতা খারাপ হয়েছে গেছে বলেও জানান অভিভাবকরা।

এ বিষয়ে ওই কেন্দ্রের হল সুপার ও খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান মনি বলেন, ‘আমাদের কেন্দ্রে পরীক্ষা শুরুর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই ৯ জনকে বহিষ্কার করা হয়। তবে ৯ শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন এমসিকিউ উত্তরের উত্তরপত্রের দুটি ঘর পূরণ করে এবং অপরজন তিনটি উত্তর ভরাট করে। বাকি ৭ জন শুধু রোল ও রেজিস্ট্রেশন নম্বরের ঘর পূরণ করেছে।

তিনি বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেট স্যারকে অনুরোধ করেছিলাম। কিন্তু স্যার আমার কথা রাখলেন না। তিনি নিজে দাঁড়িয়ে থেকে বহিষ্কারাদেশ লিখেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান বলেন, বিভিন্ন কারনে তাদের বহিষ্কার করা হয়েছে। অনেকেই দেখাদেখি করছিল এবং প্রশ্ন এক্সচেঞ্জ করছিল এ কারনে তাদের বহিষ্কার করা হয়েছে।

অনেকের খাতায় কিছু লেখা নেই এবং পরীক্ষা শুরুর ৫ মিনিটের মধ্যেই কেন বহিষ্কার। এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা খাতায় লিখেছে এবং সময় অরেকটু বেশি হবে।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দেখছি।

বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শতকোটি টাকা আত্মসাতে আ. লীগ নেতা গ্রেফতার: এলাকায় মিষ্টি বিতরণ  ছাত্রলীগ নেতার কোমরে পিস্তল: ফেসবুকে ছবি ভাইরাল  এক বছরে দুই রমজান: রাখতে হবে ৩৬ রোজা  বিষপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা  ডোপ টেস্টে চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ  বরিশালগামী শ্যামলী পরিবহনের চাপায় অটোরিকশাচালক নিহত  ব্রয়লার মুরগির দাম স্থির হলেও, নতুন রেকর্ড গড়েছে দেশি মুরগি  সুপেয় পানি পাচ্ছে না ২৩০ কোটি মানুষ  ‌‘আমার মৃত্যুর জন্য প্রেমিক দায়ী’ চিঠি লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা  এক স্কুলেই পড়ছে ১০ জোড়া যমজ ভাইবোন!