পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে পৌরশহর সংলগ্ন নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনীতে এ ঘটনা ঘটে।
মোস্তফা আকনের মেয়ে শারমিন কলাপাড়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মৃত্যুর পূর্বে শারমিনের লেখা একটি চিরকূট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওই এলাকার ইউপি সদস্য মো.সোবাহান বিশ্বাস সাংবাদিকদের জানান, তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিক ধারণা আত্মহত্যা মনে হলেও শারমিনের বিয়ের বয়স মাত্র তিন মাস।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.খায়রুল ইসলাম বলেন, শারমিন পারিবারিক বিরোধের কারণে আত্মহত্যা করে থাকতে পারে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম শাহনেওয়াজ জানান, তার খাতার মধ্যে লেখা একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়।’ তবে লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।