পটুয়াখালীতে ছাত্রলীগ নেতাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মাজিদুর রহমানকে আমেরিকা পাঠানোর কথা বলে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. সহিদুল ইসলাম (সাইদুল) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতা বাদী হয়ে আদালতে মামলা করেছেন। সাইদুল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের আলম হাওলাদারের ছেলে। মামলা ও ছাত্রলীগ নেতা সূত্রে জানা যায়, আমেরিকা পাঠানোর কথা বলে ছাত্রলীগ নেতা মাজিদুর রহমানের কাছ থেকে চলতি বছরের ১৬ এপ্রিল থেকে জুন পর্যন্ত বিভিন্ন দফায় অভিযুক্ত সাইদুল বিকাশ, নগদ ও ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে ১২ লাখ টাকা নেন। এ ছাড়া সাইদুলের ভাই অসাদুজ্জামান খলিলের ঢাকার শনিরআখড়ার বাসায় ডেকে নিয়ে নগদ টাকা নেন সাইদুল।
এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতা বাদী হয়ে গত মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে মো. সহিদুল ইসলামের (সাইদুল) নাম্বারে বহুবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের বড় ভাই আসাদুজ্জামান খলিল তার ভাইয়ের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পটুয়াখালি, বিভাগের খবর