পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ: চাচাকে খুনের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা আলাউদ্দিনকে (৪৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা নজরুল ইসলাম নান্নুর বিরুদ্ধে।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ আলাউদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এছাড়া রাতেই অভিযুক্ত ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাতকে (১৮) আটক করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেফালী বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় আটককৃত দুইজনসহ অজ্ঞাত ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।
নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাবলাতলা বাজার থেকে বাড়ি ফিরছিল আলাউদ্দিন। এ সময় দক্ষিণ বালিয়াতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাদের জমি-জমাসহ বাড়ির অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পটুয়াখালি, বিভাগের খবর