বাউফল পৌর শহরের কাগুজীপুল এলাকায় শনিবার সকাল সারে ১০টার দিকে টমটম চাপায় সাইজিদ আরেফিন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার বাবার নাম সোহরব হোসেন।
নিহত সাইজিদ বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ক শাখার ছাত্র ছিল। তার ক্লাস রোল নম্বর ৬।
বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে তার বাড়ি।
সাইজিদ শহরের গালর্স স্কুল রোড এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সাইজিদ তার বাবা সোহরব হোসেনের সাথে মোটরসাইলেযোগে বিলবিলাস যায়। বড় ভাই অনতু মোটরসাইকেল চালায়। বাবাকে বিলবিলাস ফাযিল মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাউফলে আসার পথে কাগুজীপুল এলাকায় অধ্যাপক আমিরুল ইসলামের বাসার কাছে দুর্ঘটনার শিকার হন।
সাইজিদ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়।
এসময় পিছন থেকে আসা একটি চাল বোঝাই টমটম তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ খবর ছড়িয়ে পড়লে সাইজিদের বিদ্যালয়ের সহপাঠীরা ও অভিভাবকরা হাসপাতালে ছুটে আসেন।
এসময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।”
পটুয়াখালি